Swapnil Kusale: শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতে নজির, স্বপ্নপূরণ স্বপ্নিলের

Swapnil

শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতে নজির, স্বপ্নপূরণ স্বপ্নিলের। পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন। আর সেই প্রতিযোগিতায় কড়া টক্কর সামলে ব্রোঞ্জ জিতলেন মহারাষ্ট্রের শ্যুটার স্বপ্নিল। 


৪৫১.৪ পয়েন্টে শেষে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল। ইউক্রেনের কুলিশ সেরহি রুপো ও চীনের লিউ ইউকুন সোনা জিতেছেন। শুরুটা ভাল হয়নি স্বপ্নিলের। ৯.৬ স্কোর করেন প্রথম শটে। হাঁটু গেড়ে বসে প্রথম পোজিশনের প্রথম সিরিজের শেষে ৫০.৮ স্কোর করে যুগ্মভাবে ৬ নম্বরে ছিলেন স্বপ্নিল। চতুর্থ সিরিজের শেষ পর্যন্ত ৬-এ ছিলেন স্বপ্নিল। উপুড় হয়ে শুয়ে দ্বিতীয় পোজিশনের প্রথম সিরিজে ভাল স্কোর করেন। দাঁড়িয়ে তৃতীয় পোজিশনের ৩৫ শটের শেষে চার নম্বরে উঠে আসেন স্বপ্নিল। তৃতীয় স্থানে থাকা শ্যুটারের চেয়ে মাত্র ০.২ পয়েন্টের ফারাক। ৪৩তম শটে ৯.৯ মারেন স্বপ্নিল। নিশ্চিত হয়ে যায় ব্রোঞ্জ পদক। শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে নজির গড়েলন। 



স্বপ্নিলের আদর্শ কোনও শ্যুটার নন, ক্রিকেটার ধোনি! তাঁকে বলা হচ্ছে ভারতীয় শ্যুটিং রেঞ্জের মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ক্যাপ্টেন কুলের মতো শান্ত সংযত। স্বপ্নিল নিজেই জানিয়েছিলেন তিনি ধোনীর ভক্ত।