RG Kar Medical Student Death: সরানো হল RG করের সুপারকে
আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার জের উত্তাল পরিস্থিতি। দিকে দিকে দোষীকে শাস্তি দেওয়ার দাবি উঠছে। এর মাঝেই সড়িয়ে দেওয়া হলো আরজিকর হাসপাতালের সুপারকে। আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়কে।
আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়কে। সুপারের বিরুদ্ধে এর আগেই সরব হয়েছিলেন আন্দোলনকারীরা এবং নিহতের পরিবার। এবার সুপারকেই ছড়ালো স্বাস্থ্য দফতর। এমনটাই খবর। জানা গিয়েছে, মেডিক্যাল সুপার কাম ভাইস প্রিন্সিপাল সঞ্জয়কে সরিয়ে দেওয়া হয়েছে। সঞ্জয়কে ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হল ন্যাশনাল মেডিক্যাল কলেজে। বুলবুলের হাতেই এবার RG করের উপাধ্যক্ষের দায়িত্ব।
পড়ুয়ারা যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা রয়েছেন RG করে হাসপাতালে। RG কর্তৃপক্ষের তরফে হাসপাতাল চত্বরে বহিরাগতদের বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊