শ্রীপৎ সিং কলেজের ৭৫ বর্ষপূর্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Bratya Basu


শ্রীপৎ সিং কলেজে তিনদিনব্যাপী ৭৫ বর্ষপূর্তি উদযাপন হয়ে গেলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গত ৩০ জুলাই থেকে ১লা আগস্ট। এরপর ১১ই আগস্ট ২০২৪ শ্রীপৎ সিং কলেজে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিনের এই অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন আখরুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, আশীষ মার্জিত, চেয়ারপার্সন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ, শাওনী সিংহ রায়, কলেজ পরিচালন সমিতির সভাপতি, অধ্যাপক মনিশংকর মন্ডল, সহ সভাপতি, ওয়েবকুপা, কানাই চন্দ্র মন্ডল, বিধায়ক নবগ্রাম, মোহাম্মদ আলী, বিধায়ক লালগোলা, রিয়াত হোসেন সরকার, বিধায়ক, ভগবানগোলা তথা কলেজের প্রাক্তন ছাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রী। এদিনের এই অনুষ্ঠান ঘিরে বেশ উন্মাদনা দেখা গেল কলেজে।




এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, শ্রীপৎ সিং কলেজ মুর্শিদাবাদ তথা সারা বাংলার একটি উল্লেখযোগ্য কলেজ। জীবনে প্রথমবার জিয়াগঞ্জে এলাম, খুব ভালো লাগছে।



এদিন মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচক বক্তা হিসেবে ছিলেন কলেজের মাননীয় অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার। আবার বেদমন্ত্র এবং রবীন্দ্রসঙ্গীতের যুগলবন্দী ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের ঔজ্জ্বল্য আরও বর্ধিত হয়। মাননীয় মন্ত্রীর সুচারু পাণ্ডিত্যপূর্ণ ভাষণে সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বনি অনুরণিত হয় লক্ষ্মী টকিজের উপচে পড়া অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র-ছাত্রীদের হৃদয়ে যার বহিঃপ্রকাশ করতালিতে ঝংকৃত হয়ে ওঠে। সমস্ত অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন অধ্যাপিকা দেবযানী ভৌমিক চক্রবর্তী ও ছোটন গোস্বামী।