তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়ায় বাথরুমে আটক ! অসুস্থ ১, গুরুতর অভিযোগ ঘিরে উত্তাল দিনহাটা
দিনহাটা:
তৃণমূল ছাত্র পরিষদের মিছিলের না যাওয়াতে কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে বাথরুমে আটকে রাখার অভিযোগ উঠল। ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। শুক্রবার দিনহাটা কলেজে এই ধরনের ঘটনায় তোলপাড় শুরু হয়। ওই ছাত্রী বর্তমানে অসুস্থ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। যদিও এ বিষয়ে থানায় এখনো কোনো রকম অভিযোগ জমা পড়েনি। কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল অসুস্থ ওই ছাত্রীটিকে দেখে এসেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি।
ঘটনার বিবরণের জানা গিয়েছে, এদিন দিনহাটা কলেজে আরজিকর কান্ড নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল ছিল। বেশ কিছু ছাত্রী ওই মিছিলে যেতে অস্বীকার করায় তাদের কলেজের বাথরুমে আটকে রাখা হয় বলে অভিযোগ। সেই সময় সেখানে হঠাৎই প্রথম বর্ষের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিৎকারে বাইরের দিক থেকে দরজা খুলে দেওয়া হয়। ওই অবস্থায় ছাত্রীটিকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ হাসপাতালে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে কথা বলেন। কলেজে তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল তা ওই ছাত্রী পুলিশকে খুলে বলেন। যদিও ওই ছাত্রীর বাবা বাধা দেওয়ায় ছাত্রীটি সাংবাদিকদের সামনে মুখ খুলতে পারেনি।
এ বিষয়ে দিনহাটা থানার পুলিশ আধিকারিক বলেন, দিনহাটা কলেজে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো রকম অভিযোগ জমা পড়েনি।
দিনহাটা কলেজের ছাত্রী অসুস্থ হওয়া বিষয়ে এসএফআই- এর দিনহাটা লোকাল কমিটির সম্পাদক আবির দে বলেন, দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে না যাওয়ায় কতিপয় ছাত্রীকে বাথরুমে আটকে রাখে তৃণমূল ছাত্র পরিষদ। ফলে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। বর্তমানে সে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। তৃণমূল ছাত্র পরিষদের এ ধরনের আচরণ কিছুতেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়েই তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম বলেন, আজকে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল ছিল। কিন্তু কলেজে এ ধরনের কোন ঘটনা ঘটে নি। কলেজে একজন ছাত্রী হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে আমরা দিনহাটা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি।
যদিও হাসপাতালে গিয়ে কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল অসুস্থ ওই ছাত্রীকে দেখে আসার পরেও এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊