রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে আগামীকাল বিচার সংকল্প যাত্রা ABVP-র

ABVP


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

রাষ্ট্রপতি শাসন চেয়ে রাজ্যে আইনি ৩৫৬ ধারার আবেদন করে আগামীকাল ১লা সেপ্টেম্বর বিচার সংকল্প যাত্রা করতে চলেছে এবিভিপি। শনিবার বর্ধমান গঙ্গাকিশোর প্রেসকর্ণারে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার।

এছাড়া এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিভিপির বর্ধমান প্রমুখ অনিরুদ্ধ বিশ্বাস, এস এফ ডি কনভেনার পঙ্কজ সাও পূর্ব বর্ধমান জেলা ছাত্রী প্রমুখ স্নেহা বিশ্বাস সহ অন্যান্যরা।

এদিনের সাংবাদিক সম্মেলনে এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন গত ৯ আগস্ট আরজি করে যখন তিলোত্তমার মৃতদেহকে নিয়ে যাওয়া হয়। সেই সময় আমরা বাঁধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পুলিশ এত তৎপর ছিল যে এবিভিপির ছাত্রদের একপ্রকার পিষে দিয়ে বেরিয়ে যায়।এরপর থেকে সর্বপ্রথম এবিভিপির ছাত্রর রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন করে।




এরপর গোটা রাজ্যের মানুষজন এই আন্দোলনে সামিল হন। তিলোত্তমার খুনিদের শীঘ্রই চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে এবং অশান্ত বাংলাকে শান্ত করার আর্জি জানিয়ে রাষ্ট্রপতি শাসন এবং ৩৫৬ ধারার আবেদন করে আগামীকাল পয়েলা সেপ্টেম্বর বর্ধমান শহরে বিচার সংকল্প যাত্রা করবেন বলে জানান তারা।