রাখি বন্ধন উৎসবে মহিলাদের নিরাপত্তার প্রতিজ্ঞা বাম সংগঠনের

Protest


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

বাঙালি বারো মাসে তেরো পারবনের মধ্যে রাখি বন্ধনও একটি পার্বণ বলে মনে করেন ভারতবাসী। তাই আজকের দিনে শুধু বাংলাই নয় বাংলার পাশাপাশি গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব ভাই বোনদের সম্পর্ক আরো নিবিড় করে তোলে বলে মনে করেন সকলে। তাই এই রাখি বন্ধন উৎসবে মহিলাদের নিরাপত্তা দেওয়ার প্রতিজ্ঞা করলেন বাম সংগঠন। 



এদিন সন্ধ্যায় বর্ধমান কার্জন গেটের সামনে পথ চলতি সাধারন মানুষ দের হাতে রাখি পরান বাম সংগঠনের পুরুষ ও মহিলারা। পাশাপাশি সেখানে তারা প্রতিজ্ঞা করেন যে মহিলাদের আরো নিরাপত্তা দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করবেন। 



বাম সংগঠনের মহিলা সভানেত্রী সুপর্ণা ব্যানার্জি বলেন সাম্প্রতিক আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। এবং বর্ধমান গাংপুর এলাকায় আদিবাসী নার্সিং পড়ুয়ার ছাত্রী নিশংস খুনের, ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের কঠোরতম শাস্তি দিতে হবে।