গর্ভে ৭ মাসের সন্তান, অলিম্পিক্সে তরোয়াল হাতে নাদাল মন ছুঁলেন ক্রীড়া প্রেমীদের
রিয়ো, টোকিয়োর পর প্যারিস অলিম্পিক্সেও মহিলাদের ফ্রেন্সিংয়ে মিশরের প্রতিনিধিত্ব করেছেন নাদা হাফেজ। যদিও গত দুই বারের তুলনায় এবার যে একটু অন্যরকম। গর্ভে সাত মাসের সন্তান হাতে তরোয়াল নিয়ে দেশের হয়ে লড়াইয়ে নেমেছিলেন নাদা হাফেজ।
প্যারিসে প্রথম ম্যাচে মহিলাদের ফেন্সিংয়ে বিশ্বক্রমতালিকায় ১০ নম্বরে থাকা আমেরিকার এলিজাবেথ তার্তাকোভস্কিকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের যাত্রা শুরু করে নাদা। শেষ ১৬র লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন দক্ষিণ কোরিয়ার হা ইয়াং জিয়োনের কাছে। সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় দেশের হয়ে লড়াই করতে এসে নজর কেড়েছেন তিনি।
নাদা জানিয়েছেন, তিনি অলিম্পিক্স খেলতে এসেছেন সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়। তাঁর কথা শুনে চমকে গিয়েছেন সকলেই। গর্বিত নাদা বলেছেন, ‘‘আমি এবং আমার সন্তান প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পেরেছি। শারীরিক এবং মানসিক ভাবে আমরা লড়াই করতে পেরেছি। এটা গর্বের। এই লড়াই আমার সত্তাকে পূর্ণতা দিয়েছে।’’
পরিবার ও স্বামীকে ধন্যবাদ জানিয়ে নাদাল বলেন, ‘‘গর্ভাবস্থার এই যাত্রা সহজ নয়। জীবন এবং খেলার মধ্যে ভারসাম্য বজায় রেখে এই লড়াই আমার কাছেও সহজ ছিল না। তাই এই লড়াই আমার কাছে খুব মূল্যবান। স্বামী এবং পরিবারের অন্যদের পাশে না পেলে এত দূর আসতে পারতাম না।’’
বয়স ২৬। দেখতেও কম যায় না। পেশায় প্যাথোলজিস্ট। মিশরের এই ফ্রেন্সার ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। আপাতত প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় নিলেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচিত নাদা। তবে আপাতত তরোয়াল ছাড়ছেন। শিশুর জন্মের পর ফের আবার খেলায় ফিরবেন বলে খবর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊