Latest News

6/recent/ticker-posts

Ad Code

কিস্তিমাত, ২১ বছর বয়সে কুস্তিতে ব্রোঞ্জ ভারতের আমানের

কিস্তিমাত, ২১ বছর বয়সে কুস্তিতে ব্রোঞ্জ ভারতের আমানের 

Aman


জাপানের প্রতিদ্বন্দ্বী রেই হিগুচির কাছে সেমিতে হেরে ব্রোঞ্জ পদকের ম্যাচে নেমেছিলেন আমান। আর সেই ম্যাচে পুয়ের্তো রিকোর ডারিয়েন টোই ক্রুজকে ফ্রি-স্টাইল ৫৭ কেজি বিভাগে পরাস্ত করে কেরিয়ারের প্রথম অলিম্পিক পদক জিতে প্যারিস অলিম্পিক্সে ভারতের জন্য ষষ্ট পদক অর্জন করলেন আমান।

পুয়ের্তো রিকোর প্রতিপক্ষকে ১৩-৫ ব্যবধানে পরাস্ত করেন আমন। মাত্র ২১ বছর বয়স আমন শেরাওয়াতের। নিজের আদর্শ রবি দাহিয়াকে পরাস্ত করে অলিম্পিক্সে টিকিট পাকা করেছিলেন আমন। শেষমেষ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতলেন।

এই নিয়ে প্যারিস অলিম্পিক্সে ষষ্ট পদক জিতলো ভারত। প্রসঙ্গত অলিম্পিক্সে ১৩ তম দিনে জোড়া পদক জেতে ভারত। স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে ভারতীয় হকি দল। নীরজ চোপড়া দিনের শেষবেলায় ভারতকে রুপো এনে দেন। চার ব্রোঞ্জ ও একটি রুপোজয়ী ভারতের সামনে প্রতিযোগিতার ১৪তম দিনে একটি ব্রোঞ্জ জয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code