Latest News

6/recent/ticker-posts

Ad Code

১ বছর পর দিনহাটার এক যুবক খুনের বিচার পেলো মৃতের পরিবার

১ বছর পর দিনহাটার এক যুবক খুনের বিচার পেলো মৃতের পরিবার

court lawayer
আদালতের বাইরে 



প্রকাশ্যে প্রতিবেশি যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। এক বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবকের ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। সাজাপ্রাপ্ত অভিযুক্ত যুবকের নাম নিরঞ্জন মণ্ডল।

২০২৩ সালের ৬ জুন শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পূর্ব চয়ন পাড়ার ঘটনা। মৃত যুবকের নাম স্বপন বর্মণ (৩৪), তিনি অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন।

দিনহাটার বাসিন্দা হলেও কর্মসূত্রে দিদি-জামাইবাবুর বাড়িতে থাকতেন স্বপন। মৃতের বোন সরস্বতী দেবনাথ বলেন, "নিরঞ্জন চুরি ও অসামাজিক কাজে যুক্ত ছিল। আমার দাদা প্রতিবাদ করায় প্রকাশ্যে খুন করে। এ দিন অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে। দাদাকে ফিরে পাবো না, কিন্তু দাদা বিচার পেল আমরা খুশি।"

অতিরিক্ত সরকারি আইনজীবী প্রতীক লাল ঝা বলেন, "১৮ জন সাক্ষী ছিল। অ্যাডিশনাল অ্যাডিশনার চতুর্থ কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল। বিচারক অভিযুক্তকে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছেন। হাইকোর্টে জানানো হচ্ছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code