Donald Trump: ট্রাম্পের উপর হামলার ঘটনায় কি জানালো FBI?
Donald Trump: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করলো কে? কি জানালো এফবিআই? ভরা জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে দুষ্কৃতি সেই গুলি কানে লাগে ট্রাম্পের। নিহত হয়েছেন এক দর্শক আহত আরও একজন। যদিও স্নাইপারের গুলিতে সেই দুষ্কৃতিও প্রাণ হারিয়েছেন বলে খবর।
আমেরিকার গোয়েন্দা এজেন্সি ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI জানিয়েছেন থমাস ম্যাথু ক্রুক নামে বছর ২০-র একজন এই হামলা চালিয়েছে। এদিকে এর আগে সাংবাদিক বৈঠকে আমেরিকার সিকিউরিটি সার্ভিসের তরফে বলা হয়েছিল, গুলি চালানোর এই ঘটনাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসাবে দেখা হচ্ছে।
গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আততায়ীর নাম থমাস ম্যাথু ক্রুক। বয়স ২০ বছর। সে পেনসিলভেনিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা।
এবছরই অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেই ভোটের আর মাত্র চার মাস বাকি। তার আগে এই হামলা। একটি ফুটেজে দেখা যায়, বক্তব্য রাখতে রাখতে হঠাৎ মাটিতে পড়ে যান। তাঁর পিছনে থাকা দর্শকরাও ঝুঁকে পড়েন। দ্রুত সিক্রেট সার্ভিসের লোকেরা ট্রাম্পকে গাড়িতে তোলে। গাড়িতে ওঠার পর সমর্থকদের হাত বাড়িয়ে অভয় বার্তা দেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊