দিনহাটা থানার সামনে মেইনরোড অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা
দিনহাটা -
টোটো চালকদের ওপর পুলিশি হয়রানির অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে মেইনরোড অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা। সোমবার বেলা একটা নাগাদ এই অবরোধ শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, কিছুদিন ধরেই লোহার রড, গাছের লক সহ নানা ভারী ধরনের জিনিসপত্র নিয়ে কতিপয় চালক টোটো রিক্সা চালিয়ে আসছে। দিনহাটা থানার পুলিশের তরফ থেকে এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। পাশাপাশি পুলিশের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়, কোন রকম ভারী ধরনের মালপত্র নিয়ে দিনহাটা শহরে টোটো চলাচল করতে পারবে না। যদি কোন টোটো চালক এই নির্দেশ অমান্য করে তাহলে সেই টোটো চালকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এদিন বেলা একটা নাগাদ দিনহাটা থানার সামনে মেইন সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকশো টোটো চালক। ফলে দিনহাটা- কোচবিহার সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। টোটো চালকদের অভিযোগ, অনেক শিক্ষিত বেকার যুবক ব্যাংক থেকে ঋণ নিয়ে কিংবা জমি বিক্রি করে টোটো রিক্সা কিনে জীবিকা নির্বাহ করছেন। উপার্জনের জন্য অনেক সময় মালপত্র টোটোতে তুলতে হয়। অথচ পুলিশ অযথা টোটো চালকদের নানাভাবে হেনস্থা করে চলেছে। এর বিরুদ্ধেই এই পথ অবরোধ করে বিক্ষোভ।
এদিন এই অবরোধ ও বিক্ষোভ চলাকালীন টোটো চালকদের সঙ্গে পুলিশ আধিকারিকদের আলোচনা শুরু হয়। পুলিশের আশ্বাসে ঘন্টা দু'য়েক পর অবরোধ উঠে যায়।
টোটো চালকরা জানান, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে লোহার রড, কাঠ,টিন সহ ভারি মালপত্র ছাড়া বাকি সমস্ত ধরনের মালপত্র বহন করতে পারবে টোটো চালকরা তাদের টোটো রিক্সায়। তাইতো অবরোধ তুলে নেওয়া হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊