২০১৪-র টেটের শংসাপত্র নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের 


Highcourt


২০১৪ সালের বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ পরীক্ষা পাশ করা সত্ত্বেও টেট পাশ সার্টিফিকেট মেলেনি এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েক জন চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, ২০১৪ সালের টেটের শংসাপত্র পাননি তাঁরা। সিবিআই এবং পর্ষদের দ্বন্দ্বের কারণে আটকে ছিল। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা অবিলম্বে প্রার্থীদের টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে জানিয়েছেন সিবিআইকে এই সকল প্রার্থীরা যাতে সার্টিফিকেট পেয়ে যান তা নিশ্চিত করতে হবে। সিবিআইকে অবিলম্বে ওই সব শংসাপত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তুলে দিতে হবে। তার পর তারা তিন সপ্তাহের মধ্যে সেই সব শংসাপত্র আবেদনকারীদের হাতে তুলে দেবে।

প্রসঙ্গ ২০১৪ সালে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত পর্ষদের বক্তব্য শুনতে চায়। তাদের কাছে কোনো সার্টিফিকেট নেই। ওই শংসাপত্র মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময় সিবিআই ওই সব নথি বাজেয়াপ্ত করে নেয়। কিন্তু গত সপ্তাহে সিবিআই জানায় পর্ষদকে নথি দেওয়া হয়েছে। আজ বিচারপতি অমৃতা সিনহা ২০১৪ সালের টেটের ১ লক্ষ ২৬ হাজারের শংসাপত্র পর্ষদকে আবার দিতে হবে সিবিআইকে এমনটাই জানায়। এক সপ্তাহের মধ্যে দিতে হবে। এরপর দুই সপ্তাহের মধ্যে প্রার্থীর কাছে সার্টিফিকেট পৌঁছাতে হবে।