Latest News

6/recent/ticker-posts

Ad Code

চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও দুই মহিলা ! চাঞ্চল্য দিনহাটা হাসপাতাল চত্ত্বরে

চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও দুই মহিলা ! চাঞ্চল্য দিনহাটা হাসপাতাল চত্ত্বরে

theft at dinhata hospital



দিনহাটা:

দিনহাটা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে চোরের খপ্পরে দিনহাটার চৌধুরীহাট গ্রামের এক মহিলা। চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও দিনহাটা কৃষি মেলায় বসবাসরত যাযাবর দুই মহিলা।

দিনহাটা থানা পুলিশ চোর সন্দেহে দুই মহিলাকে ইতিমধ্যে আটক করেছে। ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ দিনহাটা চৌধুরীহাট এলাকার বাসিন্দা দীপ্তি মোদক শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করাতে এসেছিলেন দিনহাটা হাসপাতালের বহির্বিভাগে। সেখানে অপেক্ষারত রোগীদের প্রচন্ড ভিড় থাকায় তিনি লাইনে দাঁড়ান। আর সেই ভিড়ের সুযোগ নিয়েই রোগী সেজে দিনহাটা কৃষি মেলায় বসবাসরত যাযাবর গোষ্ঠীর দুই মহিলা তার হাতব্যাগ টান মেরে নিয়ে পালানোর চেষ্টা করে।

কিন্তু ভিড় বেশি থাকায় তাদের সেই চেষ্টা সফল হয়নি। মুহূর্তেই অন্যান্য রোগী এবং রোগীর পরিজনদের সহায়তায় সেখানেই ধরে ফেলে ওই দুই মহিলাকে। হাতেনাতে ধরা পড়ার পর অঝোরে কান্নাকাটি করতে থাকে সেই দুই মহিলা। খবর দেওয়া হয় দিনহাটা থানায়।

পরবর্তীতে দিনহাটা থানার পুলিশ এসে সেই দুই মহিলাকে আটক করে নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটা হাসপাতাল চত্বরে।

প্রসঙ্গত দিনহাটা শহর এবং শহর লাগোয়া কৃষিমেলা সহ অন্যান্য এলাকায় বছরের বেশ কিছু মাস ধরে যাযাবর গোষ্ঠীর মানুষেরা অস্থায়ী তাবু করে থাকে। অন্যান্য অসামাজিক কাজে তাদের যুক্ত থাকার একাধিক অভিযোগ এসেছিল। আর সেই তালিকায় এবার সংযোজন দিনহাটা হাসপাতালে চুরির চেষ্টা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code