দিনহাটায় পথ দুর্ঘটনায় মৃত এক যুবক,আশঙ্কাজনক অবস্থা এক যুবতীর

road accident at dinhata



দিনহাটা:

দিনহাটা মাসান কুড়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক যুবক,আশঙ্কাজনক অবস্থা এক যুবতীর। শনিবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা কোচবিহার গামী রাজ্য সড়কের মাসান কুড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা।

স্থানীয় এলাকার বাসিন্দারা জানান একটি বাইকে করে ওই যুবক যুবতী দিনহাটা থেকে আসছিল এবং মাসান কুড়া এলাকায় পেট্রোল পাম্পে বাইকে পেট্রোল ভরতে ঢোকার মুখেই উল্টো দিকে কোচবিহার থেকে আসা একটি স্করপিও গাড়ি সজোরে বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক চালক যুবকের মাথা থেতলে যাওয়ায় সেখানে তার মৃত্যু হয়, পাশাপাশি বাইক আরোহী যুবতী গুরুতর আহত হয়।

এরপর ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ এবং গুরুতর রক্তাত্ব অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। তবে এখনো পর্যন্ত মৃত যুবক ও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত যুবতীর পরিচয় পাওয়া সম্ভব হয়নি।