কখন, কোথায় দেখবেন অলিম্পিকস? জানুন বিস্তারিত
ফ্রান্সের স্যেন নদীর তীরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) শুভসূচনা হয়েছে শুক্রবার। আর শনিবার, ২৭ জুলাই থেকে সরকারিভাবে শুরু 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। প্রথম দিনেই দেখা যাবে ভারতীয় খেলোয়াড়দের ঝলক। হকি, শ্যুটিং, ব্যাডমিন্টন, টেনিসের মতো খেলাগুলি রয়েছে প্রথম দিন।
অলিম্পিকস উপভোগ করতে পারবেন আপনিও। বাড়িতে বসে টিভিতে কিংবা অনলাইনেও। স্পোর্টস ১৮-১, স্পোর্টস ১৮-১ এইচডি, স্পোর্টস ১৮-২ এবং স্পোর্টস ১৮-৩ চ্যানেলে প্যারিস অলম্পিক্সের খেলাগুলির সরাসরি সম্প্রচার হবে। পাশাপাশি অনলাইনে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা অলিম্পিক্সের মজা উপভোগ করতে পারবেন।
দুপুর থেকেই ভারতীয় তারকাদের দেখা যাবে নিজেদের নিজেদের খেলায়। দুপুর থেকে রাত অলিম্পিকসের মজা উপভোগ করতে নজর রাখুন টিভি কিংবা অনলাইনে। সম্ভবত দিনের সবথেকে প্রত্যাশিত ম্যাচ রাত নয়টায়। টোকিওয় ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় পুরুষ হকি দল (Indian Men's Hockey Team) নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পুল 'বি'-র ম্যাচ দিয়ে নিজেদের লড়াই শুরু করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊