বিদ্যুৎ সহ পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের 

Burdwan


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:

বিদ্যুৎ সহ পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বর্ধমান কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন প্রদেশ কংগ্রেস কর্মীরা। এদিনের বিক্ষোভ সমাবেশে প্রদেশ কংগ্রেসের জেলা সভাপতি সহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় পাঁচ শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।


এ দিনের বিক্ষোভ সমাবেশে প্রদেশ কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি প্রবীর গাঙ্গুলী বলেন, যেভাবে বিদ্যুতের বিল বাড়ছে, পাশাপাশি পেট্রোল ডিজেল ও শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বাড়ছে, তারই প্রতিবাদে, প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ। 


পাশাপাশি তিনি আরো বলেন বর্ধমান শহরে বাস চলাচল বন্ধ করেছে জেলা প্রশাসন। বর্ধমান শহরের উপর দিয়ে যদি সরকারি বাস যাতায়াত করতে পারে তাহলে গ্রাম গঞ্জের বাস কেন যাওয়া আসা করতে পারবে না ? গ্রাম বাংলার বাস শহরের ভেতর দিয়ে চলাচল না করার ফলে বর্ধমান শহরে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান প্রবীর বাবু।