Liquor Price: সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর !

Liquor Price
photo source: internet



সুরা প্রেমীদের জন্য খারাপ খবর আসতে চলেছে। পূজার আনন্দে কিছুটা ভাটা হতে পারে এই খবরে। কারন পূজার আগেই বাড়তে চলেছে মদের দাম।


সূত্রের খবর, দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দামবৃদ্ধির জন্য আবগারি দপ্তরের কাছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি আবেদন জানিয়েছে । পাশাপাশি, রাজ্য আবগারি শুল্কও বাড়াতে পারে। দুটি বিষয় যদি কার্যকর হয় সেক্ষেত্রের আগস্ট মাসের মাঝামাঝি থেকে রাজ্যে বাড়তে পারে মদের দাম।


প্রসঙ্গত প্রতি বছরই বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। তালিকায় থাকে মদও। এবারও দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দপ্তরের দ্বারস্থ হয়েছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি।


তবে জানাগেছে, দাম বৃদ্ধির আবেদনে এখনও সাড়া মেলেনি। এদিকে মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দপ্তর। আর দুই ক্ষেত্রেই যদি হ্যা হয় তবে, অনেকটাই দাম বাড়বে মদের।


গতবছর মদ বিক্রিতে রেকর্ড রাজস্ব আদায় হয়েছিলো রাজ্যে, ফলে মদের দাম বৃদ্ধিতে সায় থাকবে আবগারী দপ্তরের এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।