ANM GNM Admit Card: ANM-GNM পরীক্ষায় বসবেন? এক ক্লিকেই ডাউনলোড করুন আপনার অ্যাডমিট কার্ড

ANM GNM ADMIT CARD


ANM GNM EXAM ADMIT CARD

প্রকাশিত হয়েছে ANM GNM এন্ট্রাস পরীক্ষার অ্যাডমিট কার্ড। ১৪ই জুলাই ২০২৪ রাজ্যে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রাস পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ৪ই আগস্ট করা হয়। পরীক্ষার আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হল অ্যাডমিট কার্ড।



আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।



এক ক্লিকে ডাউনলোড করুন ANM GNM Admit Card: CLICK HERE




কীভাবে ডাউনলোড করবেন?

প্রথমে West Bengal Joint Entrance Board এর অফিশিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in যান।

এরপর, ANM GNM কর্ণারে ক্লিক করলেই একটা নতুন পেজ খুলবে


সেখানে নিচের দিকে Download ANM GNM Admit Card লিঙ্কে ক্লিক করুন

তথ্য দিন ও সাবমিট করুন

এরপর আপনার আইডি খুলে যাবে সেখানে নিচের অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাডমিট কার্ড।