Loksabha Election 2024 Results: 'আমরা জিতবো, সার্টিফিকেট নিতে এসেছি'-বিজেপি প্রার্থী অসীম সরকার
আজ লোকসভা নির্বাচনের গণনা। দীর্ঘ সময় ধরে ভোটগ্রহন পর্ব চলার পর আজ লোকসভা নির্বাচনের ফল ঘোষনা হবে। সকাল থেকে ভোট গণনা কেন্দ্র গুলিতে শুরু হয়েছে তৎপরতা। বর্ধমান দূর্গাপুর ,ও বর্ধমান পূর্বের লোকসভার কাউন্টিং হল উনিভারসিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, গোলাপবাগ।
কাউন্টিং হবে ২৬৬ বর্ধমান উত্তর (Sc), ২৭৪ গলসি, ২৬৬ বর্ধমান দক্ষিণ, ২৬৩ মন্তেশ্বর, ২৭৬ দুর্গাপুর পূর্ব, ২৬৭ ভাতার ও ২৭৭ দুর্গাপুর পশ্চিম বিধানসভার।অন্যদিকে সাধনপুর এমবিসি টেকনিক্যাল কলেজে, কাটোয়া, মেমারী, জামালপুর,রায়না সহ সাতটি বিধানসভার ফলাফল ঘোষনা হবে। ইতিমধ্যে একে একে কাউন্টিং কক্ষে প্রবেশ করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের, এজেন্টরার য়েছে পুলিশি সহ কেন্দ্রীয় বাহিনীর করা নজরদারি। কড়া নিরাপত্তায় লোকসভা নির্বাচনের গণনা।
'আমরা জিতবো, সার্টিফিকেট নিতে এসেছি'-বিজেপি প্রার্থী অসীম সরকার । পূর্ব বর্ধমান থেকে...
Posted by Sangbad Ekalavya on Monday, June 3, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊