ফুঁসছে তিস্তা, তিস্তার ভয়ঙ্কর রূপের আতঙ্ক আজও তাড়া করে রুমাবালাকে
গত বর্ষায় তিস্তার ভয়ঙ্কর রূপের আতঙ্ক আজও তাড়া করে রুমাবালাকে, নৌকোর বুকে পেটে আলকাতরা মাখিয়ে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাবার প্রস্তুতিতে ব্যাস্ত পুরো গ্রাম।
২৩ সালের বর্ষায় উত্তর সিকিমের ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্রোত বয়ে গিয়েছিল সমতলের বুক চিরে প্রবাহিত তিস্তার বুকের ওপর দিয়ে, ভাসিয়ে ছিলো বিঘার পর বিঘা জমির ফসল সহ তিস্তা পাড়ের বাসুসুবা গ্রামসহ অন্যান্য জনপদের স্বাভাবিক জনজীবন।
এবারও হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, প্রবেশের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বৃষ্টির দাপটে ভূমি ধস। সোমবার পশ্চিম সিকিমে ভূমি ধসে প্রাণ হারিয়েছেন চার জন।
সেই সংবাদ সোশ্যাল মিডিয়ার কল্যাণে দ্রুত পৌঁছেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুরি ব্লকের তিস্তা পাড়ের জনপদ বাসুসুবা গ্রামের রুমা বালা রায়ের কানে, তাই তড়িঘড়ি ধান শুকিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন তিস্তার জলের পাশে বসেই ।
গত বছরের সেই আতঙ্ক যে এবারেও গ্রাস করেছে রুমা বালা রায়ের মতো তিস্তা পাড়ের মানুষকে তারই ছবি ভেসে ওঠে প্লাবিত হলে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে একমাত্র ভরসা সেই নৌকোর মেরামতির ব্যস্ততাতে।
এই প্রসঙ্গে বাসুসুবা গ্রামবাসী জানান, গত বছর যে অবস্থা হয়েছিল এবারও তেমনটা হতেই পারে, সেই কারনে নৌকোর বুকে পেটে আলকাতরা মাখিয়ে ফুটোফাটা গুলো বন্ধ করে রাখছি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊