Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডাকাতি কাণ্ডে পাঁচ বাংলাদেশী সহ গ্রেপ্তার ছয় দুষ্কৃতী

ডাকাতি কাণ্ডে পাঁচ বাংলাদেশী সহ গ্রেপ্তার ছয় দুষ্কৃতী

Police


রঘুনাথগঞ্জের জরুর গ্রামে ডাকাতি কাণ্ডে পাঁচ বাংলাদেশী সহ গ্রেপ্তার ছয় দুষ্কৃতী। শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়। 



সেখানেই তিনি জানান, শুক্রবার মধ্যরাতে রঘুনাথগঞ্জের জরুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়। বাড়ির দরজা ভেঙে সোনা দানা বিভিন্ন গহনা সহ বহু টাকার সম্পত্তি লুটপাট করা হয়। বিষয়টি জানতে পেরেই তৎপর হয়ে ওঠে জঙ্গিপুর জেলা পুলিশ। তাতেই গ্রেপ্তার করা হয় পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতীয়কে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ডাকাতি করার সরঞ্জাম। দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসে বহরমপুরে একটি জায়গায় ভাড়া ছিল বলেই প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। 



রবিবারই ধৃতদের আদালতে পাঠিয়ে ডাকাতির সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তার তদন্ত করে দেখবে জঙ্গিপুর জেলা পুলিশ। পাশাপাশি আর কোনো প্ল্যানিং রয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code