তিস্তায় জারী লাল সতর্কতা, অবিরাম বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন, জলমগ্ন শহর
উত্তর পূর্ব ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড় ও সমতলে অবিরাম বর্ষনে ফুসছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদী, ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে জল।
শনিবার কেন্দ্রিয় আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে আগামী পাঁচ দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত।
শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলা গুলো।
অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলরাশি সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির জল, এই দুয়ে মিলে কার্যত রুদ্র মূর্তি ধারণ করেছে তিস্তা, জলঢাকা, তোর্ষা সহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিস, ঘিস, নেওরার মতো খরস্রোতা নদী গুলো।
প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারাজে, রবিবার সকালে (২,৬৮৯) দু হাজার ছয়শো আটানব্বই কিউ মেক জল ছাড়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে।
অপরদিকে তিস্তা নদীর পাড়ে অবস্থিত মেখলীগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে জারি রয়েছে লাল সতর্কতা। অন্যান্য নদী গুলোতে দেখানো হয়েছে হলুদ সংকেত।
সব মিলিয়ে বর্ষার প্রথম স্পেলের দাপটে ব্যাহত জলপাইগুড়ি সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন।
গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৩৬ মিলিমিটার,শহর জলপাইগুড়ির বিভিন্ন পৌর ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন অবস্থায়, পৌর নাগরিকদের চলাচলের পথের ওপর দিয়ে বইছে জল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊