T20 WC PNG vs WI: পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ

T20 WC PNG vs WI


বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ ভারতীয় সময় রাত ৮টায় গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান তোলে পাপুয়া নিউগিনি। জবাবে এক ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

পাপুয়া নিউগিনির হয়ে ওপেন করতে নেমে ব্যর্থ হন টনি উরা। তবে অপর ওপেনার আসাদ ভালা ২১ রানের ইনিংস খেলেন। ব্যর্থ হন লেখা সাইকা। তবে ম্যাচকে বাঁচিয়ে রাখতে হাফ সেঞ্চুরি হাঁকান সেসে বাউ। ডরিগার ২৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে পাপুয়া নিউগিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাসেল ও জোসেফ দুটি করে উইকেট নেন। অকেইল, রোমারিও ও মোটিয়ে ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে জনসন চার্লস খালি হাতে ফিরলেও ব্র্যান্ডন কিং ৩৪ রানের ইনিংস খেলেন। নিকোলাস পুরান যোগ্য সঙ্গে দিয়ে ২৭ রান তোলে। পাওয়েল করে ১৫। অপরাজিত থেকে রোস্টন চোসের ৪২ ও রাসেলের ১৫ রানের ইনিংস ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দেয়। পাপুয়া নিউগিনির হয়ে আসাদ ভালা ২টি এবং একটি করে উইকেট নেন নাও, সপার ও কারিকো।