Latest News

6/recent/ticker-posts

Ad Code

PAK vs USA: সুপার ওভারে গড়িয়ে পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র

PAK vs USA: সুপার ওভারে গড়িয়ে পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র

PAK vs USA


পাকিস্তান-যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের ম্যাচে টানটান উত্তেজনায় জয় ছিনিয়ে নিল যুক্তরাষ্ট্র। ম্যাচকে সুপার ওভারে গড়িয়ে পাকিস্তানকে চূর্ণ করলো যুক্তরাষ্ট্র। সুপার ওভারে প্রথম ব্যাট করতে নেমে ১৮ রান তোলে যুক্তরাষ্ট্র। আর সেই ১৮ রান অতিক্রম করতে পারেনি পাকিস্তান। আর তাতেই জয় দিয়ে দুই পয়েন্ট ছিনিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট তুলে তালিকায় শীর্ষে এখন ইউএসএ।

টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় ইউএসএ। বিশ্বকাপের মঞ্চে এদিন ২০ ওভারে ১৫৯ তোলে পাকিস্তান। বাবরের ৪৪, শাদাবের ৪০, শাহিনের ২৩ ও ইফতিকারের ১৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ওঠে ১৫৯ রান। ইউএসএ-র হয়ে কেনজিগে ৩টি, নেত্রাভালকার ২টি, আলি খান ও জসদীপ সিং ১টি করে উইকেট নেয়।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ তুলে ম্যাচ ড্র করে ইউএসএ। টেলর ১২, ময়াঙ্ক ৫০, আন্ড্রিস ৩৫, অ্যারন জোন্স ৩৬, নীতিশ ১৪ রান করেন। আমার, নাসিম ও রৌফ একটি করে উইকেট নেন। ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে জয়ী হল ইউএসএ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code