Madhyamik Scrutiny Result: মাধ্যমিকে ১২ হাজার পরীক্ষার্থীর বাড়লো নম্বর!
এবার মাধ্যমিক খাতায় গড়মিল! মাধ্যমিকে ১২ হাজারেরও বেশি খাতায় স্ক্রুটিনিতে ভুল। এমনটাই খবর। প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল। তারপরেই রিভিউ করার প্রক্রিয়া শুরু হয়। সেই মতোই আবেদন করেছে পরীক্ষার্থীরা। ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল। স্ক্রুটিনিতে নম্বর বাড়ল ২২ পর্যন্ত মেধা তালিকায় স্থান বদলাল ৪ পরীক্ষার্থীর।
আর এই স্ক্রুটিনির নম্বর বাড়ায় প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়ল আরও ৭ জন। ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় ভুল, এটাও কাম্য নয়, সাফাই পর্ষদ সভাপতির। এই বিরাট সংখ্যক ছাত্রছাত্রীর নম্বর যোগে গড়মিল হওয়ায় চক্ষু চড়কগাছ ওয়াকিবহাল মহলের।
প্রসঙ্গত চলতি বছর ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। দেশের লোকসভা নির্বাচনের মাঝেই ৮০ দিনের মাথায় হল প্রকাশ করেছিল পর্ষদ। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। এবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। গতবছর শতাংশের হার ছিল ৮৬.১৫। পাসের সবথেকে এগিয়ে ছিল শৈল শহর কালিম্পং। দ্বিতীয় স্থানেই ছিল এবার পূর্ব মেদিনীপুর। পাসের হারে তৃতীয় স্থানে ছিল কলকাতা। মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে ছিল ৫৭ জন। এবার তা বেড়ে হল ৬৪। এমনটাই খবর। এবছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পায় ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊