টেস্টে দ্রুততম শতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি বর্মার

Sefali Verma


দ্রুততম দ্বিশতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি বর্মার। এতদিন অ্যানাবেল সাদারল্যান্ডের ঝুলিতে ছিল এই রেকর্ড। শুক্রবার থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু হয়েছে। সেখানে প্রথম দিনেই ৪ উইকেটে ৫২৫ রান তুলেছে ভারত। আর এই রান তুলতে গিয়ে নিজের ডবল সেঞ্চুরি হাঁকান শেফালি। আর গড়েন বিশ্বরেকর্ডও।

এর আগে সাদারল্যান্ড ২৪৮ বলে দ্বিশতরান করেছিলেন। আর সেটিই ছিল দ্রুততম শতরান। এবার ১৯৪ বলে দ্বিশতরান করে সেই রেকর্ড ভাঙলেন শেফালি। শেষ পর্যন্ত ১৯৭ বলে ২০৫ রান করে আউট হন। ২৩টি চার এবং আটটি ছক্কা মারেন। রান আউট হয়ে যান তিনি। মাত্র ৯ রানের জন্য ভাঙতে পারেননি মিতালি রাজের ২১৪ রানের রেকর্ড।

এদিন ভারতের হয়ে ওপেন করতে নামে স্মৃতি ও শেফালি। ২৯২ রানের জুটি গড়েন। মেয়েদের টেস্টে এর আগে ওপেনিং জুটিতে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল পাকিস্তানের। সেই রেকর্ড ভেঙে দিলেন শেফালিরা।