রাজ্য ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশন এর কোচবিহার জেলা সমাবেশ

Cooch Behar District Assembly of State Imam Muazzin Association


রাজ্য ইমাম মোয়াজ্জিন এসোসিয়েশন এর কোচবিহার জেলা সমাবেশ অনুষ্ঠিত হলো কোচবিহার জেলার দেওয়ানহাট ব্লক মসজিদে। 

সংগঠনের রাজ্য সম্পাদক  আব্দুর রাজ্জাক এবং রাজ্য নেতা হাফিজ মফিকুর রহমান এর উপস্থিতিতে আজকের এই সভায় আমন্ত্রিত ছিলেন উত্তরবঙ্গের বৃহৎ সামাজিক সংগঠন নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক, কেন্দ্রীয় সভাপতি মহম্মদ মহিউদ্দিন ও কোচবিহার জেলা সম্পাদক এডভোকেট আহসান-উল-আলম সরকার। প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন আজকের এই সভায়।

বিনা সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন এবং গৃহহীন ইমাম মোয়াজ্জিনদের আবাসের ব্যবস্থা যাতে সরকার করে দেয় সেই দাবি করেন রাজ্য সম্পাদক আব্দুর রাজ্জাক। 

এদিকে এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনাল হক জানান ইমাম মোয়াজ্জেন দের সন্তানরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায় নস্যশেখ উন্নয়ন পরিষদ তাদের জন্য অবৈতনিক মিশনারি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন সেই সাথে নস্যশেখ  ডেভেলপমেন্ট বোর্ড পূর্ণাঙ্গ হয়ে গেলে গৃহহীন ইমাম মুয়াজ্জিনদের আবাসনের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।