অবশেষে নড়ে চড়ে বসল দিনহাটা পুরসভা

dinhata municipality



অবশেষে নড়ে চড়ে বসল দিনহাটা পুরসভা, দীর্ঘ প্রায় দুইমাস পর দিনহাটা হাসপাতালের আবর্জনা পরিষ্কারের কাজ শুরু।

মঙ্গলবার সকাল ১০:৩০ টা থেকে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালে জমে থাকা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করলো দিনহাটা পৌরসভা।

প্রসঙ্গত হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা প্রায় দুই মাস থেকে দিনহাটা পুরসভা সংগ্রহ না করায় জমে থাকা নোংরা আবর্জনার দুর্গন্ধে সমস্যায় পড়েছিল বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা।

যদিও দিনহাটা পুরসভার পক্ষ থেকে জানানো হয় ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা থাকায় দুমাস থেকে হাসপাতালে জমে থাকা নোংরা আবর্জনা সংগ্রহের কাজ বন্ধ ছিল। তবে অবশেষে আজ সকাল থেকে দিনহাটা পৌরসভার পক্ষ থেকে হাসপাতালের জমে থাকা নোংরা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করা হয়।

এদিন পুরসভার পক্ষ থেকে নোংরা আবর্জনার সংগ্রহের সময় উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মন্ডল প্রমূখ।

দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার চিকিৎসক রঞ্জিত মন্ডল দিনহাটা পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন।