মুখ্যমন্ত্রীর কড়া হুশিয়ারী! কোচবিহারে সরকারি জায়গায় থাকা অস্থায়ী নির্মাণ ভেঙে দিল পুলিশ

shop news

কোচবিহারঃ

কোচবিহার দুই নাম্বার ব্লকের মহিষবাথনে অবস্থিত পরিবহন ভবনের সামনে গড়ে ওঠা অস্থায়ী নির্মাণ দোকান ভেঙে গুঁড়িয়ে দিল কোচবিহার জেলা পুলিশ

প্রায় একমাস আগে এই দোকানগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল পুলিশের তরফ থেকে। আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মহিষবাথান এলাকার দোকানপাটগুলি ভেঙ্গে দিল পুলিশ ও প্রশাসন।

স্থানীয় ব্যবসায়ী বিউটি বর্মন বলেন, যে সময়ের মধ্যে দোকান খুলে নেওয়ার কথা ছিল তার আগেই পুলিশ প্রশাসন থেকে দোকান ভেঙে দিয়েছে। যদিও বা এর আগে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও স্বীকার করেন তিনি।

প্রায় পাঁচ থেকে ছয় বছর এই দোকানের উপরে নির্ভর করেই চলছে তাদের সংসার। দোকান না থাকায় যথেষ্ট সমস্যায় পড়তে হবে তাদের বলে মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা। এই মর্মে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে কিনা তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রায় এক মাস আগে থেকেই ব্যবসায়ীদের দোকান ভেঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মর্মে গত কাল রবিবার সকালেও মাইকিং করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী দোকানগুলি ভাঙতে হয়েছে পুলিশকে।