ভোট মিটতেই রানিতলায় গুলি চালানোর ঘটনা, গুরুতর আহত তিন শিশু সহ একজন

Mirsidabad



গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে তৃতীয় দফায় মুর্শিদাবাদ লোকসভা ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট মিটতেই বুধবার সকাল সকাল উত্তপ্ত হয়ে উঠলো রানিতলা থানার হোসনাবাদ এলাকা। চলল গুলি, ছোড়া হয় ইট-পাটকেল। ছররা গুলিতে গুরুতর আহত তিন শিশু সহ এক যুবক। আহতদের নাম ইব্রাহিম শেখ- বয়স ৬ বছর, সজিব শেখ- বয়স ১০ বছর, জসীমউদ্দীন শেখ- বয়স ১০ বছর, রাজীব শেখ- বয়স ২৬ বছর।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বৃষ্টির পর বুধবার সকালে ছাদ থেকে পড়া বৃষ্টির জল গড়ানো নিয়ে মনিরুদ্দিন শেখ ও আসগার আলীর মধ্যে বিবাদ বাঁধে।

সকাল ৫ টা নাগাদ হোসনাবাদ গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আসগার আলীর নেতৃত্বে ছররা গুলি ও ইট পাটকেল ছোড়ার অভিযোগ করেন স্থানীয় বাম-কংগ্রেস জোটের কর্মী মনিরুদ্দিন শেখ। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, বাম-কংগ্রেস কর্মীরাই তৃণমূল কর্মীদের উপর গুলি ছোড়ার সময় বাম কংগ্রেস কর্মীদের পরিবারের শিশুরা আহত হয়।

বাম কংগ্রেসের অভিযোগ, বাম-কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তৃণমূলের লোকজন হুমকি দেয়, সকাল হতে না হতেই তাদের উপর আক্রমণ করে তারা।

এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

সকালে আহত শিশুদের বাড়িতে যান প্রাক্তন সংসদ বদরুদ্দোজা খান ও প্রাক্তন বিধায়ক মহাসিন আলী, ধ্রুবজ্যোতি সাহা সহ সিপিএমের একাধিক নেতৃত্বরা।

আহতদের বহরমপুর-মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।