HS RESULT: ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’, ৭দিনে মিলবে সংশোধিত রেজাল্ট 

WBCHSE


মঙ্গলবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। ফল প্রকাশের পরেই অনেক পরীক্ষার্থী নিজেদের পরীক্ষার খাতা স্ক্রুটিনি ও রিভিউ করতে চান। এবারেও রয়েছে সেই সুযোগ। সাধারণত স্ক্রুটিনি ও রিভিউ কিছুটা সময় লেগেই যায় তবে এবার ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’এর ব্যবস্থা রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।



সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার পাশাপাশি ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ প্রক্রিয়া শুরু করা হয়েছে। ফলে অনেক কম সময়েই নিজেদের সংশোধিত রেজাল্ট জানতে পারা যাবে। এরজন্য ‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য ৬০০ টাকা লাগবে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে সেই টাকা দিতে হবে। আর ‘তৎকাল রিভিউ’-র ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য লাগবে ৮০০ টাকা। রেজাল্ট মিলবে মাত্র সাতদিনের মধ্যে।


‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-সংক্রান্ত আপডেট অনুসারে:

১০ মে দুপুর ২ টো থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে আগামী ১৩ মে মধ্যরাতে।

‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য ৬০০ টাকা লাগবে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রে সেই টাকা দিতে হবে। আর ‘তৎকাল রিভিউ’-র ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য লাগবে ৮০০ টাকা।

সব বিষয়ে ‘তৎকাল স্ক্রুটিনি’-র জন্য আবেদন করা যাবে। সর্বোচ্চ দুটি বিষয়ের ক্ষেত্রে ‘তৎকাল রিভিউ’ করতে পারবেন পড়ুয়ারা।

অনলাইন আবেদন জমা পড়ার সাতদিনের মধ্যে ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’-র ফলাফল প্রকাশ করা হবে।


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-এ গিয়ে 'Students Login'-তে গিয়ে লগ ইন করে আবেদন করা যাবে।