প্রশ্নপত্র ফাঁস মেডিক্যাল প্রেবেশিকা পরীক্ষা NEET-এর! কি বলছে বোর্ড?
রবিবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ডাক্তারি প্রেবেশিকা পরীক্ষা NEET। আর এই সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উড়িয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সোমবার নিট পরীক্ষার আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের জেরে যে অভিযোগ তোলা হচ্ছে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রশ্নপত্রের কথিত চিত্রের সঙ্গে প্রকৃত প্রশ্নপত্রের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছে এনটিএ এর তরফে। "এনটিএর নিরাপত্তা প্রোটোকল এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিগুলি থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনও কাগজ ফাঁসের দিকে ইঙ্গিত করে এমন সোশ্যাল মিডিয়া পোস্টগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোনও ভিত্তি ছাড়াই৷
এনটিএ-র সিনিয়র ডিরেক্টর সাধন পরাশর বলেন, "গুজব বন্ধ করার জন্য, এটাও বলা হয়েছে যে প্রতিটি প্রশ্নপত্রের জন্য হিসাব করা হয়েছে।" এটি সোমবার এক্স (টুইটার) অ্যাকাউন্টে একটি বিবৃতিও প্রকাশ করেছে। পরাশর বলেন, পরীক্ষা শুরু হলে কোনো বহিরাগত ব্যক্তি বা সংস্থা কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে না।
রবিবার দেশজুড়ে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয়েছে। এবার প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেন। দেশজুড়ে ৫৭১টি শহরের ৪,৭৫০টি কেন্দ্রে পরীক্ষা হয়। রাজস্থানের একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল বলে খবর। তার জেরে প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে আসেন কয়েকজন প্রার্থী। তবে তাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়নি বলে এনটিএয়ের তরফে দাবি করা হয়। এনটিএয়ের তরফে বলা হয়, ‘পরবর্তীতে ১২০ জন প্রার্থীকে নিয়ে ওই কেন্দ্রে ফের পরীক্ষা নেওয়া হয়।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊