Virat Kohli: রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Virat Kohli


আজ আইপিএলের প্লে অফের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচে জয়ী দল সোজাসুজি যাবে দ্বিতীয় প্লে অফে আর যে দল হারবে সেই দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। টানটান ম্যাচে এদিন প্রথম ব্যাট করতে নামে আরসিবি। ওপেন করে কোহলি ও ডুপ্লেসি। আর ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২৯ রান করতেই নয়া রেকর্ড গড়ে ফেললেন কিং কোহলি।

২৯ রান করার সাথে সাথেই এদিন আইপিএলের আসরে প্রথম ব্যাটার হিসেবে ৮০০০ রানের গণ্ডি টপকালেন কোহলি। কোহলির পরেই আছে শিখর ধাওয়ান। এপর্যন্ত শিখরের ঝুলিতে ৬৭৬৯ রান। আইপিএলের ২৫২টি ম্যাচের ২৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৮০০০ রানের গণ্ডি টপকে যান বিরাট। আরসিবি তারকা ছাড়া বিশ্বের আর কোনও ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এই নজির গড়তে পারেননি। 


এদিন শেষমেষ ২৪ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। ৩টি চার ও একটি ছক্কার বিনিময়ে এই রান তোলেন কোহলি। এদিনের ইনিংস সহ কোহলি মোট ৮০০৩ রান করছেন।