Loksabha Election 2024: সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট দানে এগিয়ে অধীরের বহরমপুর 


Election


জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যের বাসিন্দারা আজ গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বুথে বুথে হাজির হচ্ছেন। বাংলায় মোট ৮ আসন – কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোট। নিরাপত্তায় মোতায়েন থাকছে প্রায় ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট দানে এগিয়ে থাকার পর এবার বেলা ১১টা পর্যন্তও বহরমপুরে সবচেয়ে বেশি ভোট পড়েছে।

জানা যাচ্ছে সকাল ১১টা পর্যন্ত অধীর গড়ে ভোট পড়েছে ৩৫.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে বোলপুর। সেখানে ৩৫.২২ শতাংশ ভোট পড়েছে। বর্ধমান পূর্বে ৩৩.৮২ শতাংশ, রানাঘাটে ৩৩.২৩ শতাংশ, বর্ধমান দুর্গাপুরে ৩১.৪১ শতাংশ, বীরভূমে ৩০.৪৫ শতাংশ এবং আসানসোলে ২৯.৯৯ শতাংশ ভোট পড়েছে। গড়ে চতুর্থ দফায় এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৭৮ শতাংশ।




সকাল ৯ টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল?

18 তম লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহন আজ 13ই মে। 10টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা কেন্দ্র জুড়ে ভোটগ্রহণ হবে৷ বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মতো কিছু রাজ্যে চতুর্থ ফেজে তাদের ভোট দেবে৷ বাংলার আট আসনেও চলছে আজ ভোট গ্রহন। ভোট দানের নিরিখে সকাল ৯ টা পর্যন্ত রাজ্যে এগিয়ে অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর। ভোটদানের হার সবথেকে বেশি অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্রে।

জানা যাচ্ছে, সকাল ৯টা পর্যন্ত

বহরমপুর-১৭%

কৃষ্ণনগর-১৬%

রানাঘাট-১৫%

বর্ধমান পূর্ব-১৬%

বর্ধমান-দুর্গাপুর--১৪%

আসানসোল-১৩%

বোলপুর-১৬%

বীরভূম-১৫%

সব মিলিয়ে ভোট ১৫% ভোটদান হয়েছে রাজ্যে।