IPL 2024: আইপিএল ছেড়ে দেশে ফিরলেন মুস্তাফিজুর, দিলেন আবেগঘন বার্তা
এখনো শেষ হয়নি গ্রুপ পর্বের লড়াই তার মাঝেই দল ছেড়ে দেশে ফিরলেন বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান। চলতি আইপিএলে (IPL 2024) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুস্তাফিজুর। জাতীয় দলে যোগ দিতেই দেশে ফিরলেন মুস্তাফিজুর।
৩রা মে থেকে শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবোয় টি২০ সিরিজে জাতীয় দলের হয়ে খেলতেই আইপিএল ছেড়ে মাঝপথেই দেশে হল মুস্তাফিজুরকে। যাওয়ার আগে তিনি নিজের সঙ্গে করে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সই করা এক সিএসকে জার্সিও নিয়ে যান। সেই জার্সিতে স্বাক্ষরের পাশাপাশি মুস্তাফিজুরের উদ্দেশে ধোনি লেখেন, 'ফিজ়কে ভালবাসার সঙ্গে'।
ধোনির দেওয়া উপহারের ছবি শেয়ার করে বিদায়ী বার্তাও দিলেন মুস্তাফিজুর। সেই বার্তায় ধোনিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি লেখেন, আপনার মতো এক কিংবদন্তির সঙ্গে সাজঘর ভাগ করাটা সবসময়ই বিশেষ অনুভূতির। সবসময় আমার ওপর আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দেওয়া পরামর্শ আমি আজীবন মনে রাখব। ভবিষ্যতে ফের আপনার সঙ্গে দেখা করা এবং আপনার পাশাপাশি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।
প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র ছিল মুস্তাফিজুরের। পরে তার ১লা মে পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে পারেন মুস্তাফিজুর। মুস্তাফিজুর নয় ম্যাচে ২২.৭১ গড়ে মোট ১৪টি উইকেট নিয়েছেন। সিএসকের হয়ে এপর্যন্ত এবছরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। বিশ্বকাপের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ খেলবে মুস্তাফিজুর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊