একলব্য মেধা অন্বেষণের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ekalavya medha anweshan 2023


Sangbad Ekalavya:

১৯ মে কোচবিহার ফিল্ম স্যোসাইটির সভাকক্ষে একলব্য মেধা অন্বেষণের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৯ এবং ২০২৩ আয়োজিত হল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তচিন্তারত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক শ্রী সন্তোষ কুমার দে সরকার, অধ্যাপক ড. রাজা ঘোষ।





হর্ষিৎ রায়ের উদ্ভোদনী সঙ্গীত দিয়ে ও সাহেবগঞ্জ মডেল স্কুলে র ছাত্র ছাত্রীদের' ও আমার দেশের মাটি' সঙ্গীতে নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষনে সভাকক্ষে একলব্য মেধা অন্বেষণ কমিটির সভাপতি সম্রাট দাস পুরো পরীক্ষা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ভবিষ্যতে সকলের সহযোগিতা কামনা করেন।



আজকের এই অনুষ্ঠানে দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার, মেখলিগঞ্জের বিভিন্ন স্কুলের একলব্য মেধা অন্বেষণের সফলভাবে কৃতকার্য ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো ও সংশাপত্র, পুরস্কার ইত্যাদি দেওয়া হয়। পরীক্ষা র সঙ্গে নিযুক্ত সকলকেই সম্বর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে।


এদিন অনুষ্ঠানের শেষ পর্যায়ে একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর কৃতি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা একলব্য মেধা অন্বেষণ ২০২৪ এর ব্যানার উন্মোচন করেন।

ekalavya medha anweshan 2024



পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানান- একলব্য মেধা অন্বেষণ ২০২৪ আরও ব্যাপক ও বিস্তৃত আকারে আসতে চলেছে। বিগত বছরের মতন এবারও মেধা অন্বেষণ পরীক্ষার স্বচ্ছতা ১০০ শতাংশ বজার রাখার প্রতিশ্রুতি দেন তিনি।