Editorial: সম্পাদকীয়: বাঙালীর হৃদয়জুড়ে বিরাজমান রবীন্দ্রনাথ

Rabindra Nath Tagore

আরিফ হোসেন, মুখ্য সম্পাদক, সংবাদ একলব্যঃ


ধন‍্য বাঙালি। ধন‍্য বাংলা। ধন‍্য ভারত। সাহিত‍্য-সংস্কৃতির ছাঁয়ায় বাঙালি বাঁচে। আর সেই সাহিত‍্য সাধনায় বিশ্ব দরবারে খ‍্যাত নোবেলজয়ী প্রথম এশিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সাহিত‍্য সাধনায় মু্গ্ধ সেকাল ও একালের মানুষ। পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন।



১লা বৈশাখ নববর্ষের পর বাঙালির উৎসব ২৫শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে। বাংলার মানুষের মননে বিরাজমান রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের সৃষ্টি। যা বুকে রেখে বেঁচে থাকে বাঙালি। রবি ঠাকুরের সঙ্গীত আজও বাংলার মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। নতুন থেকে নতুনত্বেই চলতে থাকে।



২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কলকাতার জোড়াশাকোর ঠাকুর পরিবারে ১২৬৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্বসাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা সারা ভারতের সাহিত্য ও সংস্কৃতির বিকাশ-প্রসারে অসামান‍্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে ছিলেন, আছেন ও থাকবেন। সামাজিক ও রাজনৈতিক আন্দোলনেও ভূমিকা পালন করেছিলেন তিনি।



কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, ছোটগল্পকার, প্রাবন্ধিক, সংগীতশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথের লেখনী নতুন পথের দিশা দেখিয়েছেন। দেখিয়েছে নতুন দিগন্ত। আজও রবীন্দ্রনাথ বাংলা সংস্কৃতি জুড়ে বিরাজমান। আজও তাঁর লেখনী উদ্বুদ্ধ করে তোলে সমাজকে। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ কবি পরিচিতিই বিশ্ববরেণ্য করে তুলেছিল 'বিশ্বকবি' বা 'কবিগুরু' নামে। রবীন্দ্রনাথের লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশসহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'গীতাঞ্জলী' কাব্যগ্রন্থ ইংরাজীতে অনুবাদ হয়েছিল আর সেই কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরষ্কার পান তিনি। তিনিই ছিলেন প্রথম এশিয় যিনি নোবেল পুরষ্কারে ভূষিত হন। নাইট উপাধিও পেয়েছিলেন তিনি। কিন্তু তৎকালীন সময়ে জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডের জেরে সেই উপাধি ত্যাগ করেন তিনি।




রবীন্দ্রনাথের মৃত্যুর পরেও আজ এই সময়ে দাড়িয়ে ভরসা জুগিয়েছে তাঁর লেখা। তাঁর লেখায় ফুটে উঠেছে মহামারীর বহু কথা। কবিতার মধ্যে মানবহৃদয়ের বিষণ্ণতা, প্রেম ও সৌন্দর্য সম্পর্কিত রোম্যান্টিক ভাবনা কিংবা রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চিন্তা, নারীজীবনের সমসাময়িক সমস্যাগুলি তুলে ধরেছেন তিনি। প্রাচীন সাহিত্যের দুরূহতার পরিবর্তে তিনি এক সহজ ও সরস কাব্যরচনার আঙ্গিক গ্রহণ করেছিলেন। তাঁর হাতেই বাংলা প্রবন্ধ ও রচনা সাহিত্যের বিপুল প্রসার। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় অসংখ্য প্রবন্ধ রচনা করেছিলেন। সঙ্গীতেও তিনি ছিলেন আগ্রহী। গবেষকরা মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানই তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি।




তাঁর লেখনীর বহু লাইন মানব সমাজকে এগিয়ে নিয়ে গিয়ে উচ্চ শিরে বেঁচে থাকতে ভরসা যোগায়। এক কথায় শিক্ষা থেকে সংস্কৃতি, সমাজ থেকে জীবন সর্বত্র রবীন্দ্রনাথ আজও বিরাজমান। হিন্দু ও মুসলমানদের সম্প্রীতি রক্ষায় 'রাখী বন্ধন' উৎসব রবীন্দ্রনাথের হাত ধরেই আরম্ভ হয়েছে। প্রকৃতির উন্মুক্ত পাঠে শিশুদের সামিল করার লক্ষ্যে বিশ্বকবি শান্তিনিকেতনে গড়ে তোলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।




'' আজই হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতখানি
কৌতূহলভরে- ..."


রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ''১৪০০ সাল'' কবিতার সেই পঙক্তি আজও বাস্তব। তাঁর কবিতার প্রতিটি লাইন আজও কতটা জীবিত তা উপরের এই কবিতা থেকেই প্রমানিত। রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের ঠাকুর ছিল, আছে, থাকবে। আজও তাঁর সৃষ্টির মধ্য দিয়েই তিনি জীবিত। হারে হারে তাঁর সৃষ্টির অনুভূতি মানব জীবনকে অতিবাহিত করে নিয়ে যাচ্ছে।



জীবনের শেষ সময়ে রবীন্দ্রনাথের মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয়। তার এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী ও পত্রপুট – এই গদ্যকবিতা সংকলন তিনটি। জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ।



রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংগীত। মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে লেখা।



বাঙালির হৃদয়জুড়ে আজও যেমন বিরাজমান তেমনি আগামীদিনেও বিরাজমান থাকবে‌। রবি ঠাকুরের সাহিত্য সৃষ্টি ও সঙ্গীত বাঙালির মনের মনিকোঠায় কোনো এক প্রান্তে সর্বক্ষন বাসা বাঁধে সর্বক্ষন একটা হালকা অনুভূতি জাগিয়ে তোলে। 


হৃদয়ের কোঠরে রবি ঠাকুর বাঁধে বাসা, 
রবির কিরণে উজ্জ্বলিত বাঙালির মুখে রবিরই ভাষা, 
শিরা-উপশিরায় আন্দোলিত রবির বাণী, 
জীবন পথে রবির চর্চায় বাঙালি হয়ে বাঁচি।