Arvind Kejriwal Bail: ভোটের আগে বড় স্বস্তি! অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল
লোকসভা নির্বাচনের আগে বড় স্বস্তি মিললো আপ শিবিরে। অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী ২৫ মে নির্বাচন দিল্লির সাতটি লোকসভা আসনে। তার আগে জামিনে মুক্তি পেলেন। আগামী ১লা জুন পর্যন্ত অন্তবর্তী জামিন পেলেন তিনি। আগামী ২রা জুন আদালতের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জামিনপাওয়ায় দলের হয়ে প্রচার করতে আর কোনও বাধা রইল না আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের।
শুক্রবার সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী তাঁকে পাঁচ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়ার আবেদন জানান। আদালত আইনজীবীর সেই আবেদনে সাড়া দেননি। আদালত ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করে জেলে ফিরে যাওয়ার নির্দেশ দেয় আদালত।
দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। তারপর আদালতে তোলা হলে তাঁকে তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। অবশেষে আজ জামিন পেলেন কেজরিওয়াল।
এদিন আদালতে নির্বাচন গ্রাউন্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। যদিও ইডির আইনজীবী তার বিরোধিতা করেন। এই ধরনের কোনও পথ নেই বলে আদালতে সওয়াল করে ইডি আইনজীবী। জবাবে সুপ্রিম কোর্ট ইডিকে জানায়, কেজরিওয়ালকে ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হলে খুব একটা কিছু তফাত হবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊