Total Solar Eclipse: দিনের বেলাতেই নামবে অন্ধকার, আজ এক বিরল ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব 

Solar Eclipse


আজ সোমবার, ঘটতে চলেছে এক অত্যাশ্চর্য ঘটনা, উধাও হবে সূর্য, রাতের অন্ধকার ঘনিয়ে আসবে দিনেই। এমনই ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব। ৮ এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্য গ্রহণ (Solar Eclipse)। এই সূর্য গ্রহণ সাধারণ কোনও সূর্যগ্রহণ নয়। হবে পূর্ণগ্রাস সূর্য গ্রহণ। সূর্য সম্পূর্ণ ঢাকা পড়বে। অন্ধকার হয়ে যাবে পৃথিবী।



জানা গেছে, সোমবার রাত ৯টা ১২ মিনিট থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। মধ্যরাত ১ টা ২৫ মিনিট অবধি স্থায়ী হবে তা। মোট ৪ ঘণ্টা ১৩ মিনিট চলবে গ্রহণ। এদিন পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে চাঁদ। এরফলে পৃথিবীতে পৌঁছাতে পারবে না সূর্যের আলো। সাড়ে ৭ মিনিট সূর্যকে দেখা যাবে না।



আমেরিকা থেকে এই গ্রহণ সম্পূর্ণ দেখা যাবে। মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত হবে এই গ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। আকাশে গ্রহণ দেখা না গেলেও ইন্টারনেটের যুগে ভারতে বসেও গ্রহণ দেখা যাবে। NASA-থেকে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখা যাবে সূর্যগ্রহণ। ৮ এপ্রিল ভারতীয় সময় রাত সাড়ে দশটায় NASA লাইভ স্ট্রিম শুরু করবে।