Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rashmika Mandanna: জন্মদিনে অনুরাগীদের বড়সড় চমক দিল ন্যাশনাল ক্রাশ রশ্মিকা

জন্মদিনে অনুরাগীদের বড়সড় চমক দিল ন্যাশনাল ক্রাশ রশ্মিকা

Rashmika Mandanna


আগেই জানিয়েছিলেন জন্মদিনে অনুরাগীদের বড়সড় চমক দেবেন ন্যাশনাল ক্রাস আর কথামতো জন্মদিনে চমকও দিলেন রশ্মিকা। কাঞ্জিভরম পরিধান করে, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর পরে একেবারে বধূরূপে একটি ছবি প্রকাশ করলেন নায়িকা। আর যা দেখেই চমকে গেল অনুগামীরা। রশ্মিকার ঝলক দেখে ইঙ্গিত পাওয়া গেল, শ্রীভল্লি রূপে ফের ঝড় তুলবেন রশ্মিকা।




আসলে পুষ্পা ২-র ফার্স্ট লুক প্রকাশ করলো রশ্মিকা। ‘পুষ্পা’ ছবির ‘স্বামী স্বামী’ গানে রশ্মিকার নাচ দেখে তো মুগ্ধ ছিল ছোটো বড় সকলকেই। গোটা দেশেই রশ্মিকার ম্যাজিক ছড়িয়ে পড়ে। গোটা দেশের ক্রাশ রশ্মিকা মান্দনা।



আরব আমির শাহিতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জন্মদিন সেলিব্রেশন করছেন রশ্মিকা মান্দানা। বিজয় ও রশ্মিকার বিয়ের গুঞ্জনও তুঙ্গে। তারই মাঝে প্রকাশ্যে এল রশ্মিকার বধূবেশের ছবি তাক লাগিয়ে দিয়েছে অনুরাগীদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code