Latest News

6/recent/ticker-posts

Ad Code

জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে আধুনিক প্রযুক্তিতে সর্বপ্রথম টেলিমেডিসিন

জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে আধুনিক প্রযুক্তিতে সর্বপ্রথম টেলিমেডিসিন


tele medicine



উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় এবং চিকিৎসা বিজ্ঞানের যৌথ প্রচেষ্টায় সফলভাবে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে আজ প্রথম লাইভ কনসাল্টেশনের মধ্যদিয়ে শুরু হয় টেলিমেডিসিনের সুবিধা। 

উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্রীয় সংশোধনাগাগুলিতে এই টেলিমেডিসিন মারফত সংশোধনাগারের ব্যক্তিদের স্বাস্থ্যপরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ জলপাইগুড়ি শহরের কেন্দ্রীয় সংশোধনাগারে প্রথম লাইভ টেলিকনসাল্টেশন হয়। 

উন্নত মানের ওয়েব ক্যামেরা, দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেটের পাশাপাশি আইটি পার্সোনেলদের সহায়তায় এদিন দু'জন কলকাতার বিশিষ্ট চাইল্ড স্পেশালিষ্ট সংশোধনাগারে থাকা শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেন। 


অন্যদিকে, একজন চর্মরোগের বিশেষজ্ঞ চিকিৎসক সংশোধনাগারের ব্যক্তিদের চর্মরোগ সংক্রান্ত চিকিৎসা করেন। 

tele medicine

অনলাইনের মাধ্যমে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সংশোধনাগারের প্রত্যেকে। 

এদিন এখানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, জেল সুপারিনটেনডেন্ট,জেল ফার্মাসিস্ট, ডেপুটি সি এম ও এইচ ফোর, ডিস্ট্রিক্ট এপিডেমিয়োলজিস্ট , ডিস্ট্রিক্ট আইটি পার্সোনেল সহ অনেকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code