M. S. Dhoni: এবার নতুন ভূমিকায় ধোনি! তুঙ্গে জল্পনা 

Dhoni



আসন্ন আইপিএলে নয়া ভূমিকায় দেখা যেতে পারে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে। আর সে কথা নিজেই জানালেন তিনি। তবে কোন ভূমিকায় তাঁকে দেখা যাবে তারজন্য অপেক্ষা করতে হবে। আর তাতেই কার্যত ধোনিকে তৈরি হয়েছে জল্পনা।




আর কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ক্রমাগত অধিনায়কের ভূমিকা পালন করে আসা মাহিকে কি এবার আর অধিনায়ক বা ব্যাটার হিসেবে দেখা যাবে না? তবে কি তিনি মেন্টর বা কোচের ভূমিকায়? শুরু হয়েছে জল্পনা।



সাধারণত খুব বেশি সোশ্যালে সক্রিয় নন মাহি। কোনো বড়সড় কিছু ছাড়া তেমন পোস্ট দেখা যায় না মাহির। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন “নতুন মরশুম আর নতুন ভূমিকায় ধরা দিতে মুখিয়ে রয়েছি। অপেক্ষা করুন।” আর তাতেই বেড়েছে জল্পনা।