Sunny Leone Video: ভালোবাসায় ভাসলেন সানি,শেয়ার করলেন সেই ভিডিও
একসময় নীল সাগরের ঢেউ তুলতেন সানি লিওন (Sunny Leone)। সে সব এখন অতীত। সানি লিওনি বর্তমানে বলিউডের নায়িকা, রিয়্যালিটি শোতে জনপ্রিয় মুখ। সানি তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber) ও তিন সন্তানকে নিয়ে সুখেই সংসার করছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সানির।
দু দিন আগেই শেষ হলো ভ্যালেন্টাইন উইক। আর ভালোবাসার মরশুমে ভালোবাসায় ভাসলেন সানি,শেয়ার করলেন সেই ভিডিও। অসাধারন ডেকোরেট করা ঘরে সানির জন্য অপেক্ষা করছিলো অনেক উপহার,আর তা পেয়ে অত্যন্ত খুশি সানি।
'জিসম 2' ছবির মাধ্যমে বলিউড জগতে প্রবেশ করা অভিনেত্রী সানি লিওন (Sunny Leone) প্রায়ই কোনো না কোনো কারণে খবরে থাকেন। যে অভিনেত্রী তার হট ফটো দিয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন তা আবারও লাইমলাইটে।
কখনো সানি (Sunny Leone) লিওন তার ঐতিহ্যবাহী চেহারা দিয়ে, কখনো তার গ্ল্যামারাস স্টাইল দিয়ে আবার কখনো তার সাহসী অবতার দিয়ে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের স্তব্ধ করে দেয়। তবে এবার যে ভিডিওটি (Sunny Leone Video) ভাইরাল হয়েছে সেটি একান্তি ব্যক্তিগত। যেখানে স্বামী ড্যানিয়ালের ভালোবাসার উপহার ছিলো সানির জন্য।
ইন্সটাগ্রামে শেয়ার করা এই ভিডিওটি (Sunny Leone Video) এখন আলোচনায় রয়েছে। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊