Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Selection Post XII Recruitment 2024: স্টাফ সিলেকসন কমিশনের মাধ্যমে একাধিক শূন্যপদে নিয়োগ

SSC Selection Post XII Recruitment 2024: স্টাফ সিলেকসন কমিশনের মাধ্যমে একাধিক শূন্যপদে নিয়োগ 

SSC post xii


কেন্দ্রীয় নিয়োগ সংস্থা স্টাফ সিলেকসন কমিশন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক যোগ্যতায় একাধিক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। SSC Selection Post XII এর শূন্যপদ গুলিতে আবেদনের জন্য প্রার্থীকে পদ অনুসারে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য স্টাফ সিলেকসন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ নজর দিতে পারেন।



স্টাফ সিলেকসন কমিশনের তরফে এখনও সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে করা যাবে আবেদন ও জানা যাবে বিস্তারিত তথ্য। জানা গেছে খুব শীঘ্রই স্টাফ সিলেকসন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ও আবেদন গ্রহন শুরু হবে। আবেদন ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা করে জমা দিতে হবে। তবে সংরক্ষিত ও সকল প্রকার মহিলা প্রার্থীদের ফি ছাড়া রয়েছে।



জানা গেছে, আজ-কালের মধ্যেই আবেদন গ্রহন শুরু হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক লেভেলে নিয়োগের এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীন স্টাফ সিলেকসন কমিশনের একাধিক শুন্যপদ পূরণ করা হবে। এপ্রিল বা মে মাসে কম্পিউটার ভিত্তিক টেস্ট বা সিবিটি অনুষ্ঠিত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code