ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে হেমন্ত সোরেন 

Supreme court


জমি কেনা বেচা দুর্নীতি কাণ্ডে বুধবার রাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দেন তিনি। আর তারপরেই গ্রেফতার করা হয় হেমন্তকে। ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেন বৃহস্পতিবার তাঁর আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। এমনটাই খবর।



জানা গেছে, হেমন্ত সোরেনের সেই গ্রেফতারির চ্যালেঞ্জের আবেদন গ্রহন করেছে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি হবে শুক্রবার। হেমন্তের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শীর্ষ আদালত আবেদন গ্রহণ করেছে। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হবে।



গত কয়েক মাস ধরেই হেমন্তকে জমি জালিয়াতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বার বার নোটিস পাঠাচ্ছিল ইডি। এর আগে সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কিন্তু ইডিকে হেমন্ত কোনও সাড়া দেননি। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় আগে ৯ বার ইডির তলব এড়িয়েছেন হেমন্ত। হেমন্তর ইস্তফার পর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন।