Primary Recruitment: নয়া জট প্রাথমিকে! প্যানেল প্রকাশের পরেই ফের মামলা হাইকোর্টে


Highcourt


প্রাথমিকে ফের নয়া জট। সুপ্রিমকোর্টের নির্দেশে প্যানেল প্রকাশের পরেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। মামলা গ্রহন করেছেন বিচারপতি মান্থা। হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টের পর ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ১১ হাজার ৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯ হাজার ৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে সেই মেধা তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ১০ প্রার্থী।



মামলাকারীদের কথায়, ২০২২-এ যখন নিয়োগ প্রক্রিয়া চালু হয় তখন পর্ষদের তরফে ডিএলএড ও বিএড দুই প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকেই আবেদনের সুযোগ দেওয়া হয়। তাঁদের ডিএলএড ও বিএড দুই ডিগ্রীই রয়েছে কিন্তু বিএড-এ নম্বর বেশি থাকায় বিএড দিয়েই আবেদন করেছে। এখন তাঁদের ডিএলএড প্রশিক্ষণকে মান্যতা দিয়ে মেধা তালিকায় নাম যুক্ত করার আর্জি জানিয়েছেন মামলাকারীরা।



২০২২ সালের ২৯ সেপ্টেম্বর প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ১১,৭৫৮ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিএড এবং ডিএলএড উভয় প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। কিন্তু সুপ্রিমকোর্টের নির্দেশে বিএড ডিগ্রীধারীরা প্রাথমিক থেকে ছিটকে যায় ফলে এই আবেদনকারীদের নাম তালিকায় আসেনি। এখন তাঁদের ডিএলএড প্রশিক্ষণ রয়েছে বলে তাঁরা প্যানেলে স্থান পাবেন এমনটাই দাবি।



প্যানেলে অন্তর্ভুক্ত করার আর্জি জানিয়ে বৃহস্পতিবার তাঁরা কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।