Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি মাছ ব্যবসায়ী

ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি মাছ ব্যবসায়ী

Fisher shop


একদিকে বাড়িতে বিবাহযোগ্যা মেয়ে অন্যদিকে বেশ কিছু বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ও ছেলে ও মধ্যবিত্ত পরিবারের প্রায়শই অভাবের সংসারে দুমুঠো ভালো করে খাওয়া জুটত না। মন্দিরবাজার বিধানসভার আজনা গ্রামের সুবল হালদার। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। 



প্রতিদিনই অল্প কিছু মাছ নিয়ে স্থানীয় বাজারে বসেন বিক্রির উদ্দেশ্যে আর তা দিয়ে অল্প যা আয় হয় সর্বস্ব দিয়েই দীর্ঘ 12 বছর ধরে লটারি কাটছিলেন তিনি। আর তা নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। কখনো বা ব্যাংক থেকে লোন নিয়ে আবার কখনো বা চাষবাস করে কোন রকমে দিন চলছিল হালদার পরিবারের। স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অভাবের সংসার ছিল সুবল বাবুর। আর সেই অভাবের সংসারেই এখন লক্ষী লাভ। ডিয়ার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন তিনি তার নাম্বারে পড়লো এক কোটি টাকা। আর তা জানার পরই আনন্দে আত্মহারা গোটা পরিবার। 



দীর্ঘ 12 বছর ধরে লক্ষ্মী লাভের আশায় টিকিট কাটলেও লক্ষিতার জীর্ণ ঘরে প্রবেশ করেনি। অবশেষে গতকাল রাতের কাঁটা ডিয়ার লটারিতে মিলল এক কোটি টাকা। তা দিয়েই তিনি এখন ব্যবসার পাশাপাশি মেয়ের বিবাহ ছেলের শারীরিক চিকিৎসা ও সমস্ত কিছুই করাতে চান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code