Big Breaking: বাড়ছে DA, বাজেট ঘোষনায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

DA HIKE

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে ডিএ বৃদ্ধির (West Bengal DA Increase) ঘোষনা রাজ্য সরকারের। আজ বিধানসভায় বাজেট পেশ হয়। আর সেই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এক ধাক্কায় 4% বৃদ্ধির ঘোষনা। (West Bengal DA Increase)

[ads id="ads1"]

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে DA-র দাবিতে যখন কলকাতার বুকে আন্দোলন চলছে ঠিক সেই আবহেই ডিএ বৃদ্ধির ঘোষনা দিল হল বাজেটে। 

[ads id="ads2"]

ডিসেম্বরেও এক দফা DA বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মীদের। সেবার 4% ডিএ বৃদ্ধির ঘোষনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ফের 4% বৃদ্ধি হল ডিএ। বৃহস্পতিবার বাজেটে ফের DA বৃদ্ধির ঘোষণার পর, রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত DA-র হার বেড়ে 14 শতাংশ হল। 


ডিএ বাড়লেও এখনও কেন্দ্রের সাথে রাজ্যের ডিএ-র ফারাক থেকে গেল 32%। লোকসভা নির্বাচনের আগে ভেবেচিন্তেই DA বৃদ্ধির সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে DA. (West Bengal DA Increase)