পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধানচন্দ্র রায়
সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান:-
পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন বিধানচন্দ্র রায়।আর এই দায়িত্ব পাওয়া মাত্রই লোকসভা নির্বাচনে গুরুত্ব দেওয়ার ভাবনা জেলাশাসকের।পাশাপাশি রাজ্য সরকারের যে জনসংযোগ যাত্রা ও সার্বিক উন্নয়ন তার উপরেও বিশেষ গুরুত্ব দেবন।
লোকসভা নির্বাচনে প্রাক্কালে গোটা রাজ্য জুড়ে ডিএম,এস পি,আই সি সহ প্রশাসনিক পদস্থ কর্তাদের রদবদল করা হয়েছে।এই রদবদলে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকেরো রদবদল করা হয়। পূর্ব বর্ধমান জেলায় জেলা শাসক হিসেবে কর্মরত ছিলেন পূনেন্দু মাঝি।
গত ৩১শে জানুয়ারি পুনেন্দু মাঝিকে বদলি করা হয় বীরভূম জেলার জেলা শাসক হিসেবে।আর পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হয়ে আসেন বিধানচন্দ্র রায়। তিনি বীরভূম জেলার জেলা শাসক হিসেবে কর্মরত ছিলেন।জেলা শাসক বিধান চন্দ্র রায় পূর্বে বর্ধমান জেলার বিডিও, এস ডি ও, এবং স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।আজ তিনি ফের পূর্ব বর্ধমানে জেলাশাসক হিসেবে যোগ দিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊