সিতাইয়ে তৃণমূলের বিরুদ্ধে সভা ভন্ডুলের অভিযোগ বিজেপির,অস্বীকার তৃণমূলের

sitai


সিতাই:

সিতাইয়ে তৃণমূলের বিরুদ্ধে সভা ভন্ডুলের অভিযোগ বিজেপির,অস্বীকার তৃণমূলের। বুধবার দুপুরে সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজলিকুড়ায় বিজেপি মহিলা মোর্চার অঞ্চল ভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল।

এদিন সিতাই এক নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে বিজেপি মহিলা মোর্চার অঞ্চল ভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ন, জেলা বিজেপির সহ সভাপতি দিপা চক্রবর্তী, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা নবনীতা কর্মকার,দীপক রায়,সিতাই এক নম্বর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক অনিমেশ রায় সহ অন্যান্য নেতৃত্ব।

এই বিষয়ে বিজেপি নেতা অনিমেষ রায় অভিযোগ করে বলেন আমরা পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি কিন্তু আজ সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের হার্মাদরা এলাকায় বাইক মিছিল করে রাস্তায় থাকা বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেয়া পাশাপাশি পঞ্চায়েতের বাড়িতে জমায়েত করে এলাকাতে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করছে যাতে আমাদের সাংগঠনিক বৈঠক ভন্ডুল হয়। তবে সেইসব উপেক্ষা করেই বিজেপি মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয় বলে জানান তারা।

তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে সিতাই ব্লক তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্যামল গাঙ্গুলি বলেন বিজেপি কোথায় মিটিং মিছিল করল তা তৃণমূল কংগ্রেস খবর রাখে না। সিতাইয়ে আগামীদিনে সুভাষ উৎসব হবে আমরা তারাই মৌসুমী কালেকশন করছি এবং তা নিয়েই আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের নিয়ে আজকে একটি সভার আয়োজন করি। এখানে বিজেপির বৈঠকে বাধা দেওয়ার কোন কারণ নেই।

তিনি আরও বলেন বিজেপির সিতাই ব্লকে কারও বাড়িতে সভা করার ক্ষমতা নেই তাই অঙ্গনওয়ারী কেন্দ্রের মাঠে সভা নিয়েছে। তাই খোঁজ করে দেখতে হবে আদৌ সেই মাঠে সভা করবার অনুমতি আছে কিনা।